বন্ধ করুন

খানাকুল-২ উন্নয়ন ব্লক

ভৌগলিক অবস্থানঃ

১। ব্লকের অবস্থান – Latitude ->২২.৬৭৯

&

Longitude->৮৭.৮৪৭০৫৬

২। ভৌগলিক ক্ষেত্র – ১২১.৭৪ বর্গ কিমি.

৩। জলবায়ু – ক্রান্তীয় সাভানা অঞ্চল।

৪। মৃত্তিকা  চরিত্র– পাললিক

৫। মৃত্তিকা গঠন – দোঁআশ

৬। গুরুত্বপূর্ণ নদী – রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর।

 

খানাকুলের ইতিহাস

ইহা হুগলী জেলার অন্তর্গত ১৮ টি কমিউনিটি ডেভলপমেন্ট ব্লকের একটি এবং আরামবাগ মহকুমার অন্তর্গত ৬ টি CD ব্লকের মধ্যে একটি।

এই ব্লকের অধীন অঞ্চলটি ১২১.৭৮ বর্গ কিলোমিটার যাহা পশ্চিমে রূপনারায়ণ নদী দ্বারা উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। পূর্ব থেকে দক্ষিণে রয়েছে সংলগ্ন হাওড়া জেলা, এবং এই ব্লকের উত্তরে রয়েছে খানাকুল-১  ব্লক। রূপনারায়ণ নদীর অপর প্রান্তটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার অন্তর্গত দাশপুর-২ ব্লকের সীমানা।

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , রাজা রামমোহন রায়, ভূদেব মুখোপাধ্যায় এবং ডঃ শংকর প্রসাদ বসু প্রভৃতি বিশিষ্ট ব্যক্তির নাম এই খানাকুল অঞ্চলের সাথে সম্পর্কিত।

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক কাজী সৌকত ওসমান খানাকুলের সাবলসিংপুর গ্রামে ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন। খানাকুলের নতিবপুর অঞ্চলে মনীষী ভূদেব মুখোপাধ্যায় জন্মেছিলেন এবং এই অঞ্চলে ছিল ডঃ শঙ্কর প্রসাদ বসুর আদি নিবাস।

খানাকুলের রাজহাটী, সেনহাট বন্দর (ধান্যঘোরী) , নতিবপুর অঞ্চলগুলির নাম বাংলার বিভিন্ন সাহিত্যে উঠে এসেছে, এবং অতীতে এই অঞ্চলগুলি গুরুত্বপূর্ণ বানিজ্যিক স্থান হিসাবে খ্যাত ছিল।

১৮৭৪ সালে সেনহাট অঞ্চলে মিত্র পরিবারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত রাজ রাজেশ্বর মন্দির এবং ১৮০০ সালে রাজহাটী গ্রামে পারিয়াল পরিবার দ্বারা প্রতিষ্ঠিত বিশালাক্ষী মন্দির ও সিংহবাহিনী মন্দির, যা এই অঞ্চলের এক আকর্ষনীয় হেরীটেজ কেন্দ্র।

তৎকালে বন্দর এলাকায় ধান্যঘোরী বন্দরকে কেন্দ্র করে সিল্ক ট্রেডিং ইন্ড্রাস্ট্রিজ গড়ে উঠেছিল। এই অঞ্চলের বেশ কয়েকজন ব্যক্তি দেশের স্বাধীনতা আন্দলোনে অংশগ্রহণ করেছিলেন।

পলাশপাই অঞ্চলে কামদেবচকের কাছে মুন্ডেশ্বরী নদীর প্রাকৃতিক সৌন্দর্য্য বহু মানুষকে আকর্ষন করে। এটি একটি পিকনিক স্পট হিসাবে ব্যবহৃত হয়।

এই ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েত মিলে ৫৩ টি মৌজা (গ্রাম) রয়েছে।

এখানকার গ্রামবাসীরা ছোটো ছোটো কুটীর শিল্পের সঙ্গে যুক্ত, যেমন ধূপ তৈরী, জরির সুক্ষ্ম কাজ, পোলট্রি ফার্মিং ইত্যাদি তবে এখানে কোনো মাঝারী বা ভারী শিল্প নেই।

খানাকুল-২ ব্লক অঞ্চলটি একটি বন্যা কবলিত এলাকা। বর্ষার মরসুমে বিভিন্ন নদী বাঁধ থেকে জল ছাড়ার ফলে রূপনারায়ন ও মুন্ডেশ্বরী নদী দু’কূল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। ফলে কৃষিকাজ ব্যহত হয়। তাই এখানের চাষাবাদ বোরো চাষের উপর নির্ভরশীল।

খানাকুল-২ বিধানসভাঃ

পোলিং ষ্টেশন সংখ্যা – ১৩৫ থেকে ৩০৬।

পোলিং বুথ সংখ্যা – ২০১৬ ( ১৭২ প্রধান বুথ + ৪৪ সহায়ক বুথ)

প্রশাসনিক সেট আপঃ

 

শহর এলাকাঃ নেই

গ্রামীন এলাকাঃ ১২১.৭৪ বর্গ কিলোমিটার।

 

জনতাত্ত্বিক পরিসংখ্যান ( ২০১১ সেন্সাস)

জন সংখ্যা পুরুষ

৯৩৫৭৩

নারী

৯০৩৪৭

মোট

১৮৩৯২০

SC জন সংখ্যা পুরুষ

২৭২২৯

নারী

২৬১৬১

মোট

৫৩৩৯০

ST জন সংখ্যা পুরুষ

নারী

মোট

১১

স্বাক্ষর

৯৭৪০৪

গ্রামীন জনসংখ্যার হার

১০০

শহুরে জনসংখ্যার হার

লিঙ্গ অনুপাত  (প্রতি ১০০০ পুরুষে)

৯৬৫

জন ঘনত্ব (প্রতি বর্গ কিমি)

১৫১১

স্বাক্ষরতার হার (০-৬ বৎসর ব্যতীত)

৭০.৫

 

 

 

 

 

ক্রমিক নং ব্লক /গ্রাম পঞ্চায়েতের  নাম টেন্ডার ডিটেল টাকার পরিমাণ টেন্ডার ফ্লোটিং তারিখ টেন্ডার ক্লোজিং তারিখ টেন্ডার নিট নং এবং তারিখ
খানাকুল-২ সমষ্টি উন্নয়ন ব্লক কনক্রীট রাস্তা তৈরীর কাজ কুশালী বেনেপুকুর কলতলা থেকে জামান্দারি বাঁধ পর্যন্ত্য, রাজহাটি-1 গ্রাম পঞ্চায়েতের অধীন। ১৩৫৩৬৭৭.০০ 18.09.২০২3 04.10.2023 নিট নং -36/খানাকুল-২ পি.এস/২০২২-২৩ । তারিখ – ১8.09.২০২3
খানাকুল-২ সমষ্টি উন্নয়ন ব্লক  বালিকা শৌচাগার নির্মাণের কাজ নন্দনপুর রূপচাঁদ একাডেমী (উচ্চ মধ্যমিক বিদ্যালয়) , জগৎপুর গ্রাম পঞ্চায়েত অধীন । ৭৬০৯২০.০০ 18.09.২০২3 30.09.2023 নিট নং -37/খানাকুল-২ পি.এস/২০২২-২৩ । তারিখ – ১8.09.২০২3
ক্রমিক নং বিষয় লিঙ্ক
কন্যাশ্রী https://wbkanyashree.gov.in/kp_4.0/index.php
ই জেলা https://edistrict.wb.gov.in/PACE/login.do
বাংলার ভূমি https://banglarbhumi.gov.in/BanglarBhumi/Home.action
এক্যশ্রী বৃত্তি https://wbmdfcscholarship.org/
জাতী শংসাপত্র https://castcertificatewb.gov.in/
আনন্দ ধারা http://wbprd.gov.in/anandadhara/index.aspx
সবুজসাথী https://wbsaboojsathi.gov.in/v2/
কৃষক বন্দু https://krishakbandhu.net/
খাদ্য স্বাথী https://food.wb.gov.in/
১০ স্বাস্থ্য স্বাথী https://swasthyasathi.gov.in/
১১ সেলফ হেল্প গ্রূপ এবং সেল্প এমপ্লয়মেন্ট https://www.shgsewb.gov.in/
১২ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস বৃত্তি https://svmcm.wbhed.gov.in/
১৩ ওয়েসিস বৃত্তি https://oasis.gov.in/

    CAPTCHA Image
    Audio
    Refresh

    ক্রমিক সংখ্যা দপ্তর যোগাযোগকারী ব্যক্তি ই-মেল
    সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্য্যালয় সমষ্টি উন্নয়ন আধিকারিক bdokhan2@gmail.com
    বাংলার আবাস যোজনা BIO bdokhan2@gmail.com
    NREGS Jt. BDO bdokhan2@gmail.com
    স্বাস্থ্যসাথী BIO bdokhan2@gmail.com
    ইঞ্জিনিয়ারিং বিভাগ SAE(BP) bdokhan2@gmail.com
    বিপর্যয় মোকাবিলা দপ্তর BDMO bdokhan2@gmail.com
    স্বাস্থ্য JT. BDO bdokhan2@gmail.com
    কাস্ট সার্টিফিকেট Ins BCW bdokhan2@gmail.com
    সমব্যাথী PA&AO bdokhan2@gmail.com
    ১০ কন্যাশ্রী Data Manager bdokhan2@gmail.com
    ১১ রূপশ্রী Data Manager bdokhan2@gmail.com
    ১২ শিক্ষাশ্রী SEO bdokhan2@gmail.com
    ক্রমিক সংখ্যা গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম ইমেল মোবাইল নং
    চিংড়া কার্ত্তিক ইশর chingragp4@gmail.com ৯৭৭৫৭৫২১১৩
    ধান্যঘোরী বীণাপাণি ভৌমিক dhanyaghorigp@gmail.com ৮৬৯৫৭৮৭২১৭
    জগৎপুর প্রভাস সাউ jagatpurgp2016@gmail.com ৯৭৭৫০৭৫৭২৩
    মাড়োখানা হাবল মন্ডল marokhana.gp@gmail.com ৮৭৬৮২৫৯৯৮৬
    নতিবপুর-১ বর্ণালী দাস (অধিকারী) natibpur1gp@gmail.com ৭৮৭২১৪২৪৪৫
    নতিবপুর-২ রীণা ভূঁইয়া natibpur2_gp@rediffmail.com ৯০৮৩২৫২৯২০
    পলাশপাই-১ ঝুম্পা সিং কারক palaspai1_gp@rediffmail.com ৯৭৩২৮৮২০৮৯
    পলাশপাই-২ সন্ধ্যা দাস palaspai2_gp@rediffmail.com ৮৩৪৫৮৪৭৮৫৬
    রাজহাটি-১ আক্তারা বেগম gprajhati1@gmail.com ৯৭৩৩৬৪৭১২৭
    ১০ রাজহাটি-২ শ্রী সমীর প্রামাণিক rajhati2gp@gmail.com ৯০৬৪৭৭৭৪০৪
    ১১ সাবলসিংহপুর ইকবাল হোসেন খান sabalsinghapur.11gp@gmail.com ৯৮৮৩৮৪৮৬৮৯
    ক্রমিক নং গ্রাম পঞ্চায়েতের  নাম অঙ্ঘন ওয়ারি  কেন্দ্রের নাম ঠিকানা বিদ্যালয়ের নাম
     চিংড়া বলাইচক বলাইচক রঞ্জিতবাটি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়
     চিংড়া বামনার কোনে  চিংড়া রঞ্জিতবাটি নেতাজী প্রাথমিক বিদ্যালয়
     চিংড়া দোসতি গঙ্গাতলা রঞ্জীতবাটী রঞ্জিতবাটি প্রাথমিক বিদ্যালয়
     চিংড়া গৌরাঙ্গচক গৌরাঙ্গচক কেটেদল পূর্ব  প্রাথমিক বিদ্যালয়
     চিংড়া গৌরাঙ্গচক বি. কে. প্রাথমিক বিদ্যালয় গৌরাঙ্গচক পূর্ব  রঞ্জিতবাটি কেটেদল পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়
     চিংড়া কেটেডল পশ্চিম কেটেডল  চিংড়া প্রাথমিক বিদ্যালয়
     চিংড়া কেটেডল পূর্ব কেটেডল  গৌরাঙ্গচক প্রাথমিক বিদ্যালয়
     চিংড়া মালঞ্চ মালঞ্চ দিগবাঁধ শীতলামাতা প্রাথমিক বিদ্যালয়
     চিংড়া নবিনচক ঈশান কুমারীতলা নবীনচক রঞ্জিতবাটি দোসুতি প্রাথমিক বিদ্যালয়
    ১০  চিংড়া রঞ্জীতবাটী রঞ্জীতবাটী  কুমারচক গান্ধী প্রাথমিক বিদ্যালয়
    ১১  চিংড়া বলাইচক পশ্চিম মনসাতলা বলাইচক  ঠাকুরানীচক প্রাথমিক বিদ্যালয়
    ১২  চিংড়া চিংড়া  চিংড়া  মালঞ্চ আংশিক নিম্ন বুনিয়াদী  বিদ্যালয়
    ১৩  চিংড়া চিংড়া বার পাড়া চিংড়া বার পাড়া  গৌরাঙ্গচক বর্গক্ষত্রিয়পাড়া প্রাথমিক বিদ্যালয়
    ১৪  চিংড়া চিংড়া গ্রাম পঞ্চায়েত সংগলগ্ন  চিংড়া  বলাইচক প্রাথমিক বিদ্যালয়
    ১৫  চিংড়া দিগবাঁধ মনসাতলা প্রাথমিক বিদ্যালয়  চিংড়া নবীনচক প্রাথমিক বিদ্যালয়
    ১৬  চিংড়া গৌরাঙ্গচক পশ্চিম  চিংড়া পশ্চিম রঞ্জিতবাটি দোসুতি উচ্চ প্রাথমিক বিদ্যালয়
    ১৭  চিংড়া কেটেডল কেটেডল রঞ্জিতবাটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়
    ১৮  চিংড়া কেটেডল দারখোলা পাড়া কেটেডল বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠ
    ১৯  চিংড়া কেটেডল ঘাঁটা পাড়া কেটেডল  
    ২০  চিংড়া কেটেডল পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয় কেটেডল  
    ২১  চিংড়া নবীনচক দক্ষিন পাড়া নবীনচক  
    ২২  চিংড়া রঞ্জীতবাটী নেতাজী প্রাথমিক বিদ্যালয় রঞ্জীতবাটী  
    ২৩  চিংড়া রঞ্জীতবাটী পশ্চিম প্রাথমিক বিদ্যালয় রঞ্জীতবাটী  
    ২৪  চিংড়া রঞ্জীতবাটী পূর্ব পাড়া রঞ্জীতবাটী  
    ২৫  চিংড়া ঠাকুড়ানীচক লুট বিহারী  চিংড়া  
    ২৬  চিংড়া ঠাকুড়ানীচক প্রাথমিক বিদ্যালয়  চিংড়া  
    ২৭ ধান্যঘোরী ধান্যঘোরী উত্তর ধান্যঘোরী কাকনান শিবতলা (মনসাতলা) শিশু শিক্ষা কেন্দ্র
    ২৮ ধান্যঘোরী ধান্যঘোরী ধর্মতলা ধান্যঘোরী কাকনান শিবতলা প্রাথমিক বিদ্যালয়
    ২৯ ধান্যঘোরী ঘোরাদহ দক্ষিন ঘোরাদহ কাকনান রাজা রামমোহন প্রাথমিক বিদ্যালয়
    ৩০ ধান্যঘোরী ঘোরাদহ ঘাঁটি পাড়া ঘোরাদহ কাকনান উত্তরপাড়া শিতলামাতা প্রাথমিক বিদ্যালয়
    ৩১ ধান্যঘোরী ঘোরাদহ উত্তর ঘোরাদহ কাকনান নসিমিয়া প্রাথমিক বিদ্যালয়
    ৩২ ধান্যঘোরী ঘোরাদহ উত্তর কালিতলা ঘোরাদহ কাকনান প্রফুল্ল প্রাথমিক বিদ্যালয়
    ৩৩ ধান্যঘোরী কাকনান রামমোহন কাকনান ধান্যঘোড়ী ধর্মতলা প্রাথমিক বিদ্যালয়
    ৩৪ ধান্যঘোরী কাকনান কালিতলা কাকনান ধান্যঘোড়ী শিবতলা প্রাথমিক বিদ্যালয়
    ৩৫ ধান্যঘোরী হানিজ কাপাস বাড়ীর সন্নিকট ধান্যঘোড়ী ধান্যঘোড়ী উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ৩৬ ধান্যঘোরী ধান্যঘোড়ী ধান্যঘোড়ী ধান্যঘোড়ী উত্তর হরেকৃষ্ণ কোনার প্রাথমিক বিদ্যালয়
    ৩৭ ধান্যঘোরী ধান্যঘোড়ী মনসাতলা ধান্যঘোড়ী ধান্যঘোড়ী  পরিতোশ স্মৃতি  শিশু শিক্ষা কেন্দ্র
    ৩৮ ধান্যঘোরী ধান্যঘোড়ী নদী বাঁধ পাড়া ধান্যঘোড়ী ধান্যঘোড়ী বন্দরপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ৩৯ ধান্যঘোরী ঘোড়াদহ মাইতি পাড়া ঘোরাদহ ঘোড়াদহ প্রাথমিক বিদ্যালয়
    ৪০ ধান্যঘোরী ঘোড়াদহ শিবতলা ঘোরাদহ ঘোড়াদহ দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়
    ৪১ ধান্যঘোরী ঘোড়াদহ উত্তর মনসাতলা ঘোরাদহ ঘোড়াদহ কালিমাতা প্রাথমিক বিদ্যালয়
    ৪২ ধান্যঘোরী ঘোড়াদহ কোটাল পাড়া ঘোরাদহ ঘোড়াদহ উত্তর প্রাথমিক বিদ্যালয়
    ৪৩ ধান্যঘোরী কাকনান মানিক পাড়া কাকনান ঘোড়াদহ দক্ষিন রামমোহন প্রাথমিক বিদ্যালয়
    ৪৪ ধান্যঘোরী কাকনান মোল্লার সর্দার কাকনান ঘোড়াদহ প্রভাকর জানা স্মৃতি
    ৪৫ ধান্যঘোরী কাকনান পারিয়াল চক কাকনান ধান্যঘোরী উচ্চ বিদ্যালয়
    ৪৬ ধান্যঘোরী কাকনান শিবতলা কাকনান ঘোড়াদহ সুধান্য চরণ উচ্চ বিদ্যালয়
    ৪৭ ধান্যঘোরী কৃষ্ণদাস বাড়ীর নিকট কাকনান  
    ৪৮ ধান্যঘোরী শিতল পাত্র বাড়ীর নিকট ধান্যঘোড়ী  
    ৪৯ জগৎপুর বাড়নন্দনপুর হাজরা পাড়া বাড়নন্দনপুর বাড়নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়
    ৫০ জগৎপুর বাড়নন্দনপুর জগদীশতলা বাড়নন্দনপুর বাড়নন্দনপুর  উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ৫১ জগৎপুর বাড়নন্দনপুর শীতলাতলা বাড়নন্দনপুর বাড়নন্দনপুর দক্ষিণপাড়া কানাইলাল প্রাথমিক বিদ্যালয়
    ৫২ জগৎপুর জগৎপুর ১ নং রিভার পাম্প জগৎপুর বাড়নন্দনপুর গলিমোহন কালিতলা শিশু শিক্ষা কেন্দ্র
    ৫৩ জগৎপুর জগৎপুর বলগ্রাউন্ড জগৎপুর নন্দনপুর সমবায় সমিতি শিশু শিক্ষা কেন্দ্র
    ৫৪ জগৎপুর জগৎপুর বর্গক্ষত্রীয় পাড়া জগৎপুর  নন্দনপুর প্রমথনাথ  প্রাথমিক বিদ্যালয়
    ৫৫ জগৎপুর জগৎপুর বাসাবাটী পাড়া জগৎপুর  নন্দনপুর  প্রাথমিক বিদ্যালয়
    ৫৬ জগৎপুর জগৎপুর মনসাতলা জগৎপুর জগৎপুর ফকিরদাস  প্রাথমিক বিদ্যালয়
    ৫৭ জগৎপুর নন্দনপুর বাঁধ পাড়া নন্দনপুর নন্দনপুর উত্তরপাড়া জগদীশতলা প্রাথমিক বিদ্যালয়
    ৫৮ জগৎপুর নন্দনপুর বেড়বাটি বকুলতলা নন্দনপুর নন্দনপুর বেড়বাটী করুনাময়ী প্রাথমিক বিদ্যালয়
    ৫৯ জগৎপুর নন্দনপুর হাটতলা নন্দনপুর নন্দনপুর পুঁটিখালি প্রাথমিক বিদ্যালয়
    ৬০ জগৎপুর নন্দনপুর কালীতলা নন্দনপুর নন্দনপুর তরঙ্গিনী প্রাথমিক বিদ্যালয়
    ৬১ জগৎপুর নন্দনপুর এস.বি. কে নন্দনপুর জগৎপুর ২ নং প্রাথমিক বিদ্যালয়
    ৬২ জগৎপুর বারনন্দনপুর পূর্বপাড়া বারনন্দনপুর জগৎপুর বাসাবাটি প্রাথমিক বিদ্যালয়
    ৬৩ জগৎপুর বারনন্দনপুর এস হাজরাপাড়া বারনন্দনপুর জগৎপুর ১ নং প্রাথমিক বিদ্যালয়
    ৬৪ জগৎপুর বারনন্দনপুর উত্তর বারনন্দনপুর জগৎপুর  প্রাথমিক বিদ্যালয়
    ৬৫ জগৎপুর ভগীরত প্রাথমিক বিদ্যালয় রাউৎখানা জগৎপুর ধর্মতলা প্রাথমিক বিদ্যালয়
    ৬৬ জগৎপুর জগৎপুর দুনিয়ার বাঁধ জগৎপুর  জগৎপুর উচ্চ বিদ্যালয়
    ৬৭ জগৎপুর জগৎপুর মাঠপাড়া জগৎপুর  জগৎপুর রুপচাঁদ একাডেমি
    ৬৮ জগৎপুর জগৎপুর রাজবংশী পাড়া জগৎপুর নন্দনপুর তরঙ্গিনী উচ্চ প্রাথমিক বিদ্যালয়
    ৬৯ জগৎপুর নন্দনপুর চালতলা নন্দনপুর  
    ৭০ জগৎপুর নন্দনপুর ডালতলা নন্দনপুর  
    ৭১ জগৎপুর নন্দনপুর পি.এস.এস নন্দনপুর  
    ৭২ জগৎপুর নন্দনপুর উত্তর নন্দনপুর  
    ৭৩ মাড়োখানা মাড়োখানা শিতলাতলা মাড়োখানা  বনহিজলী পশ্চিমপাড়া শিশু শিক্ষ কেন্দ্র
    ৭৪ মাড়োখানা বনহিজলী বনহিজলী  বনহিজলী মাখনলাল প্রাথমিক বিদ্যালয়
    ৭৫ মাড়োখানা বনহিজলী মাখনলাল প্রাথমিক বিদ্যালয় বনহিজলী  হানুয়া কালিমাতা প্রাথমিক বিদ্যালয়
    ৭৬ মাড়োখানা বনহিজলী পচাল পাড়া বনহিজলী  বনহিজলী ফটিকচাঁদ প্রাথমিক বিদ্যালয়
    ৭৭ মাড়োখানা বনহিজলী পশ্চিম পাড়া বনহিজলী  বনহিজলী সাধন চন্দ্র খাঁ প্রাথমিক বিদ্যালয়
    ৭৮ মাড়োখানা চাঁদ কুন্ডু চাঁদ কুন্ডু  মাড়োখানা উত্তর প্রাথমিক বিদ্যালয়
    ৭৯ মাড়োখানা ধলডাঁঙ্গা ধলডাঁঙ্গা মানিকদ্বীপ প্রাথমিক বিদ্যালয়
    ৮০ মাড়োখানা ধলডাঁঙ্গা মন্ডল পাড়া ধলডাঁঙ্গা মাড়োখানা  প্রাথমিক বিদ্যালয়
    ৮১ মাড়োখানা হানুয়া কালীতলা হানুয়া চাঁদকুন্ডু বাহির জগৎপুর প্রাথমিক বিদ্যালয়
    ৮২ মাড়োখানা হানুয়া কালীতলা হানুয়া ধলডাঙ্গা  প্রাথমিক বিদ্যালয়
    ৮৩ মাড়োখানা হানুয়া পূর্বপাড়া হানুয়া সুন্দরপুর মাঝপাড়া শিশু শিক্ষাকেন্দ্র
    ৮৪ মাড়োখানা জরীরচক মানীকদ্বীপ মানীকদ্বীপ সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়
    ৮৫ মাড়োখানা কামদেব চক কামদেব চক ধলডাঙ্গা দক্ষিন প্রাথমিক বিদ্যালয়
    ৮৬ মাড়োখানা মাড়োখানা বন্দর পাড়া মাড়োখানা ধলডাঙ্গা ২ নং প্রাথমিক বিদ্যালয়
    ৮৭ মাড়োখানা মাড়োখানা বাঁধ পাড়া মাড়োখানা ধলডাঙ্গা শিবতলা প্রাথমিক বিদ্যালয়
    ৮৮ মাড়োখানা মাড়োখানা মাজপাড়া মাড়োখানা মাড়োখানা ঘোরুইপাড়া শিশু শিক্ষাকেন্দ্র
    ৮৯ মাড়োখানা মাড়োখানা মকতেব মাড়োখানা মাড়োখানা মক্তব  প্রাথমিক বিদ্যালয়
    ৯০ মাড়োখানা মাড়োখানা শিবতলা মাড়োখানা মাড়োখানা পশ্চিম  প্রাথমিক বিদ্যালয়
    ৯১ মাড়োখানা মাড়োখানা উত্তর পাড়া মাড়োখানা শ্যাম মাজী বন্দরপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ৯২ মাড়োখানা শশাপতা শশাপতা হানুয়া পশ্চিম প্রাথমিক বিদ্যালয়
    ৯৩ মাড়োখানা শশাপতা পূর্ব পাড়া শশাপতা হানুয়া শিশু শিক্ষাকেন্দ্র
    ৯৪ মাড়োখানা সুন্দরপুর পাল পাড়া সুন্দরপুর কামদেবচক হরিজন প্রাথমিক বিদ্যালয়
    ৯৫ মাড়োখানা সুন্দরপুর জগদীশতলা সুন্দরপুর মহিশনালা দামুকুন্ডূ জোরাইচক
    ৯৬ মাড়োখানা সুন্দরপুর কান্দারপাড়া মাড়োখানা  শশাপোতা হরিজন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়
    ৯৭ মাড়োখানা ধলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ধলডাঁঙ্গা  শশাপোতা উত্তর নন্দবালা প্রাথমিক বিদ্যালয়
    ৯৮ মাড়োখানা বনহিজলী হাজরা পাড়া বনহিজলী  শশাপোতা হরিজন উচ্চ প্রাথমিক বিদ্যালয়
    ৯৯ মাড়োখানা বনহিজলী সেখ পাড়া বনহিজলী মাড়োখানা উচ্চ বিদ্যালয়
    ১০০ মাড়োখানা শশাপতা উত্তর পাড়া শশাপতা  
    ১০১ নতিবপুর-১ বালীগরী দূলেপাড়া বালীগরী  রাউৎখানা ভগীরথ প্রাথমিক বিদ্যালয়
    ১০২ নতিবপুর-১ বাঁকানগড় প্রাথমিক বিদ্যালয় বাঁকানগড় তেতুলিয়া চক্রপুর  প্রাথমিক বিদ্যালয়
    ১০৩ নতিবপুর-১ গণেশপুর গণেশপুর  রাউৎখানা পাত্রপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ১০৪ নতিবপুর-১ জগৎপুর ২ নং প্রাথমিক বিদ্যালয় জগৎপুর জে. জি. আর. টি. এন. প্রাথমিক বিদ্যালয়
    ১০৫ নতিবপুর-১ জয়রামপুর বাবুজান পাড়া জয়রামপুর নওপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ১০৬ নতিবপুর-১ জয়রামপুর মন্ডল পাড়া জয়রামপুর বাঁকানগর এস.ডি. ঘোষ প্রাথমিক বিদ্যালয়
    ১০৭ নতিবপুর-১ জয়রামপুর মন্ডল পাড়া জয়রামপুর মান্দারচক প্রাথমিক বিদ্যালয়
    ১০৮ নতিবপুর-১ মান্দারচক মান্দারচক শিমচক প্রাথমিক বিদ্যালয়
    ১০৯ নতিবপুর-১ নিউ পাড়া নিউ পাড়া শিমুলিয়া প্রাথমিক বিদ্যাল্য
    ১১০ নতিবপুর-১ রাউৎখানা রাউৎখানা বালিগোড়ী প্রাথমিক বিদ্যালয়
    ১১১ নতিবপুর-১ সিমচক সিমচক গনেশপুর প্রাথমিক বিদ্যালয়
    ১১২ নতিবপুর-১ সিতাপুর গোয়েল পাড়া সিতাপুর তেতুলিয়া চক্রপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়
    ১১৩ নতিবপুর-১ গণেশপুর বাউরী পাড়া গণেশপুর জয়রামপুর পঞ্চানন চক্রবর্তী বিদ্যাপীঠ
    ১১৪ নতিবপুর-১ সিমূলিয়া প্রাথমিক বিদ্যালয় সিমূলিয়া  
    ১১৫ নতিবপুর-১ রাউৎখানা পাত্র পাড়া রাউৎখানা  
    ১১৬ নতিবপুর-১ তেঁতুলিয়া প্রাথমিক পাড়া তেঁতুলিয়া  
    ১১৭ নতিবপুর-২ বলপাই মনসাতলা বলপাই বলপাই উত্তরপল্লি সার্বজনীন শিশু শিক্ষা কেন্দ্র
    ১১৮ নতিবপুর-২ বলপাই পশ্চিম বলপাই নতিবপুর প্রমোদ দাসগুপ্ত প্রাথমিক বিদ্যালয়
    ১১৯ নতিবপুর-২ দৌলতচক মুসলিম পাড়া দৌলতচক  পিপরাঘোল প্রাথমিক বিদ্যালয়
    ১২০ নতিবপুর-২ দৌলতচক শিবতলা দৌলতচক  নতিবপুর ভুদেব প্রাথমিক বিদ্যালয়
    ১২১ নতিবপুর-২ নতিবপুর দক্ষিণ নতিবপুর  নতিবপুর বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়
    ১২২ নতিবপুর-২ নাতিবপুর উত্তর নতিবপুর  নতিবপুর হারিপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ১২৩ নতিবপুর-২ নাতিবপুর উত্তর শিক্ষা নিকেতন নাতিবপুর  বলপাই শিতলামাতা প্রাথমিক বিদ্যালয়
    ১২৪ নতিবপুর-২ বলপাই হাটতলা প্রাথমিক বিদ্যালয় বলপাই বলপাই সুকান্ত শিশু শিক্ষা নিকেতন
    ১২৫ নতিবপুর-২ বলপাই মল্লিক পাড়া বলপাই বলপাই মুজঃফফর আহমেদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়
    ১২৬ নতিবপুর-২ বলপাই সেখ প্রাথমিক বিদ্যালয় বলপাই  বলপাই পি.সি.সেন প্রাথমিক বিদ্যামন্দির
    ১২৭ নতিবপুর-২ বলপাই সিং গায়েন পাড়া বলপাই  দৌলতচক প্রাথমিক বিদ্যালয়
    ১২৮ নতিবপুর-২ বলপাই শিতলাতলা বলপাই  দৌলতচক পশ্চিম প্রাথমিক বিদ্যালয়
    ১২৯ নতিবপুর-২ বলপাই উত্তর বলপাই  বলপাই কালিমাতা প্রাথমিক বিদ্যামন্দির
    ১৩০ নতিবপুর-২ নতিবপুর ভুঁইয়া দাস পাড়া নতিবপুর  বলপাই পি.সি.সেন বিদ্যামন্দির
    ১৩১ নতিবপুর-২ নতিবপুর শাহ পাড়া নতিবপুর  নতিবপুর ভুদেব উচ্চ বিদ্যালয়
    ১৩২ নতিবপুর-২ নতিবপুর সায়েব বেগম নতিবপুর  
    ১৩৩ নতিবপুর-২ পিরাঘোলা শিবতলা নতিবপুর  
    ১৩৪ পলাশপাই-১ বারবাঊন বারবাঊন কটাশিয়া প্রাথমিক বিদ্যালয়
    ১৩৫ পলাশপাই-১ চাঁপানগরী চাঁপানগরী মাগরী প্রাথমিক বিদ্যালয়
    ১৩৬ পলাশপাই-১ চাঁপানগরী মঠ চাঁপানগরী মাগরী শিশু শিক্ষ কেন্দ্র
    ১৩৭ পলাশপাই-১ চরক তলা পলাশপাই বারবাউন রামাঙ্গ প্রাথমিক বিদ্যালয়
    ১৩৮ পলাশপাই-১ ইমামডাঙ্গা পলাশপাই চাঁপানগরী প্রাথমিক বিদ্যালয়
    ১৩৯ পলাশপাই-১ কটাশীয়া কটাশীয়া মোস্তাফাপুর সত্যসাধন সিং পূর্ব প্রাথমিক বিদ্যালয়
    ১৪০ পলাশপাই-১ মাগড়ি মাগড়ি মোস্তাফাপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়
    ১৪১ পলাশপাই-১ মশতাফাপুর সিংহ বাউরী পাড়া মশতাফাপুর মোস্তাফাপুর হরেকৃষ্ণ কোঙার প্রাথমিক বিদ্যালয়
    ১৪২ পলাশপাই-১ মশতাফাপুর দক্ষিন মশতাফাপুর মোস্তাফাপুর গান্ধী প্রাথমিক বিদ্যালয়
    ১৪৩ পলাশপাই-১ মশতাফাপুর দক্ষিন মনসাতলা মশতাফাপুর মোস্তাফাপুর মাগরী নজরুল প্রাথমিক বিদ্যালয়
    ১৪৪ পলাশপাই-১ মশতাফাপুর মাধবচক উত্তর মশতাফাপুর পলাশপাই সুকান্ত প্রাথমিক বিদ্যালয়
    ১৪৫ পলাশপাই-১ মশতাফাপুর নজরুল প্রাথমিক বিদ্যালয় মশতাফাপুর পলাশপাই পার্ট বেসিক প্রাথমিক বিদ্যালয়
    ১৪৬ পলাশপাই-১ মশতাফাপুর প্রামানিক পাড়া মশতাফাপুর পলাশপাই বানিমন্দির প্রাথমিক বিদ্যালয়
    ১৪৭ পলাশপাই-১ মশতাফাপুর উত্তর মশতাফাপুর মোস্তাফাপুর গান্ধী হাইস্কুল
    ১৪৮ পলাশপাই-১ মশতাফাপুর নিউ উত্তর মশতাফাপুর পলাশপাই বিজয় মোদক উচ্চ বালিকা বিদ্যালয়
    ১৪৯ পলাশপাই-১ মশতাফাপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় মশতাফাপুর মাগরী জতীন্দ্রনাথ হরিজন
    ১৫০ পলাশপাই-১ মুচিঘাটা পলাশপাই পলাশপাই  
    ১৫১ পলাশপাই-১ পলাশপাই পলাশপাই  
    ১৫২ পলাশপাই-১ তালঘোগী পলাশপাই  
    ১৫৩ পলাশপাই-২ ভৈরবপুর ভৈরবপুর  হায়াৎপুর শিশু শিক্ষা কেন্দ্র
    ১৫৪ পলাশপাই-২ হায়াতপুর পশ্চিম হায়াতপুর খুনিয়াচক এস এম প্রাথমিক বিদ্যালয়
    ১৫৫ পলাশপাই-২ হায়াতপুর পূর্ব হায়াতপুর ভৈরবপুর প্রাথমিক বিদ্যালয়
    ১৫৬ পলাশপাই-২ নরেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় নরেন্দ্রপুর  হায়াৎপুর ৩ নং প্রাথমিক বিদ্যালয়
    ১৫৭ পলাশপাই-২ হায়াতপুর ১ নং প্রাথমিক বিদ্যালয় হায়াতপুর পারকোলাহার প্রাথমিক বিদ্যালয়
    ১৫৮ পলাশপাই-২ হায়াতপুর দক্ষিন হায়াতপুর  হায়াৎপুর ১ নং প্রাথমিক বিদ্যালয়
    ১৫৯ পলাশপাই-২ হায়াতপুর মধ্য হায়াতপুর হায়াৎপুর ডি বি প্রাথমিক বিদ্যালয়
    ১৬০ পলাশপাই-২ হায়াতপুর পশ্চিম দাস পাড়া হায়াতপুর  হায়াৎপুর ২ নং প্রাথমিক বিদ্যালয়
    ১৬১ পলাশপাই-২ হায়াতপুর শিবতলা হায়াতপুর  হায়াৎপুর চারুবালা প্রাথমিক বিদ্যালয়
    ১৬২ পলাশপাই-২ হায়াতপুর উত্তর হায়াতপুর  নরেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়
    ১৬৩ পলাশপাই-২ খুনিয়াচক খুনিয়াচক পলাশপাই অঞ্চল রামকৃষ্ণ বিদ্যামন্দির
    ১৬৪ পলাশপাই-২ খুনিয়াচক মল্লিক পাড়া খুনিয়াচক  হায়াৎপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়
    ১৬৫ পলাশপাই-২ খুনিয়াচক সামন্ত পাড়া খুনিয়াচক  হায়াৎপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়
    ১৬৬ পলাশপাই-২ খুনিয়াচক সিংহ পাড়া খুনিয়াচক পলাশপাই অঞ্চল গীতা রানী ধারা
    ১৬৭ পলাশপাই-২ নরেন্দ্রপুর শিতলাতলা নরেন্দ্রপুর  আদর্শ শিক্ষা নিকেতন
    ১৬৮ পলাশপাই-২ নেতাজী মিলন সঙ্ঘ হায়াতপুর  
    ১৬৯ পলাশপাই-২ পারকালাহার ভৈরবপুর  
    ১৭০ রাজহাটী-১ কুমারহাট কুমারহাট হীরাপুর বাঁধপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ১৭১ রাজহাটী-১ কুশালী কুশালী হীরাপুর জামালউদ্দীন প্রাথমিক বিদ্যালয়
    ১৭২ রাজহাটী-১ হীরাপুর হীরাপুর হীরাপুর জয়দেবপাল পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ১৭৩ রাজহাটী-১ হীরাপুর হীরাপুর হীরাপুর প্রাথমিক বিদ্যালয়
    ১৭৪ রাজহাটী-১ হীরাপুর আকুনপাড়া হীরাপুর  কুমারহাট ভগীরথ প্রাথমিক বিদ্যালয়
    ১৭৫ রাজহাটী-১ হীরাপুর বাঁধ পাড়া হীরাপুর  কুমারহাট প্রাথমিক বিদ্যালয়
    ১৭৬ রাজহাটী-১ হীরাপুর পর্বত তলা হীরাপুর খালাশি বেনেপুকুর প্রাথমিক বিদ্যালয়
    ১৭৭ রাজহাটী-১ হীরাপুর পাঠান পাড়া হীরাপুর কুশালি প্রাথমিক বিদ্যালয়
    ১৭৮ রাজহাটী-১ হীরাপুর রুইদাস পাড়া হীরাপুর রাধাকৃষ্ণপুর বানী প্রাথমিক বিদ্যালয়
    ১৭৯ রাজহাটী-১ খানতারা খানতারা রাধাকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়
    ১৮০ রাজহাটী-১ খানতারা শিবতলা খানতারা খানতারা বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র
    ১৮১ রাজহাটী-১ কুমারহাট ভগবতী তলা কুমারহাট খানতারা প্রাথমিক বিদ্যালয়
    ১৮২ রাজহাটী-১ কুমারহাট খানপাড়া কুমারহাট রামচন্দ্রপুর মাতঙ্গিনী প্রাথমিক বিদ্যালয়
    ১৮৩ রাজহাটী-১ কুশালী মোল্লা পাড়া কুশালী রামচন্দ্রপুর দোবাঁদী পাড়া প্রাথমিক বিদ্যালয়
    ১৮৪ রাজহাটী-১ রাধাকৃষ্ণপুর রাধাকৃষ্ণপুর রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়
    ১৮৫ রাজহাটী-১ রাধাকৃষ্ণপুর রাধাকৃষ্ণপুর রামচন্দ্রপুর রাজা রামমোহন রায় প্রাথমিক বিদ্যালয়
    ১৮৬ রাজহাটী-১ রাধাকৃষ্ণপুর শিবতলা রাধাকৃষ্ণপুর রাধাকৃষ্ণপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়
    ১৮৭ রাজহাটী-১ রামচন্দ্রপুর রামচন্দ্রপুর হীরাপুর সিদ্দিকিয়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়
    ১৮৮ রাজহাটী-১ রামচন্দ্রপুর বাক বকুল পাড়া রামচন্দ্রপুর হীরাপুর  উচ্চ মাদ্রাসা
    ১৮৯ রাজহাটী-১ রামচন্দ্রপুর দোবাদী পাড়া রামচন্দ্রপুর কুমারহাট উচ্চ বিদ্যালয়
    ১৯০ রাজহাটী-১ রামচন্দ্রপুর ঘাটা পাড়া রামচন্দ্রপুর রামচন্দ্রপুর এ ভি বি
    ১৯১ রাজহাটী-১ রামচন্দ্রপুর মসজিদ তলা রামচন্দ্রপুর হীরাপুর পুর্বপাড়া জয়দেব পাল
    ১৯২ রাজহাটী-১ রামচন্দ্রপুর তিওন পাড়া রামচন্দ্রপুর  
    ১৯৩ রাজহাটী-১ রাধাকৃষ্ণপুর হাজরা পাড়া রাধাকৃষ্ণপুর  
    ১৯৪ রাজহাটী-২ মধ্যারঙ্গ শ্রী রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় মধ্যারঙ্গ  জরুর ভগবতীমাতা প্রাথমিক বিদ্যালয়
    ১৯৫ রাজহাটী-২ মধ্যারঙ্গ মধ্যারঙ্গ সেনহাট প্রাথমিক বিদ্যালয়
    ১৯৬ রাজহাটী-২ মমকপুর মমকপুর সুফল পালুই প্রাথমিক বিদ্যালয়
    ১৯৭ রাজহাটী-২ মমকপুর মিস্ত্রী পাড়া মমকপুর রাজহাটী উত্তর তপাসিলি পারা
    ১৯৮ রাজহাটী-২ রাজহাটী দক্ষিন পাড়া রাজহাটী রাজহাটী বি. এইচ. প্রাথমিক বিদ্যালয়
    ১৯৯ রাজহাটী-২ রাজহাটী কালি মন্দীর রাজহাটী রাজহাটী পূর্বপাড়া শিশু শিক্ষা কেন্দ্র
    ২০০ রাজহাটী-২ রাজহাটী মাঝ পাড়া রাজহাটী রাজহাটী পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ২০১ রাজহাটী-২ রাজহাটী পশ্চিম পাড়া রাজহাটী রাজহাটী রামদাস প্রাথমিক বিদ্যালয়
    ২০২ রাজহাটী-২ রাজহাটী পূর্ব মমকপুর রাজহাটী মধ্যারঙ্গ শ্রীরামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়
    ২০৩ রাজহাটী-২ রাজহাটী রামদাস প্রাথমিক বিদ্যালয় রাজহাটী শ্রীপুর নগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়
    ২০৪ রাজহাটী-২ রাজহাটী উত্তর পাড়া রাজহাটী মমকপুর প্রাথমিক বিদ্যালয়
    ২০৫ রাজহাটী-২ সেনহাট সেনহাট মমকপুর শরৎ শিশু শিক্ষা কেন্দ্র
    ২০৬ রাজহাটী-২ সেনহাট পশ্চিম দত্ত পাড়া সেনহাট সেনহাট নিবেদিতা শিশু শিক্ষ কেন্দ্র
    ২০৭ রাজহাটী-২ সেনহাট পশ্চিম পাড়া সেনহাট রাজহাটী বন্দর হাইস্কুল
    ২০৮ রাজহাটী-২ শ্রীপুর শ্রীপুর রাজহাটী জ্ঞানদা বালিকা বিদ্যালয়
    ২০৯ রাজহাটী-২ জরুর জরুর  
    ২১০ রাজহাটী-২ জরুর ভগবতীমাতা প্রাথমিক বিদ্যালয় জরুর  
    ২১১ সাবলসিংহপুর হরিশচক পূর্ব হরিশচক  হরিশ্চক পূর্ব দোলুই পাড়া শিশু শিক্ষা কেন্দ্র
    ২১২ সাবলসিংহপুর হরিশচক দুর্গাতলা হরিশচক  হরিশ্চক হরেকৃষ্ণ কোনার প্রাথমিক বিদ্যালয়
    ২১৩ সাবলসিংহপুর হরিশচক কে. এইচ. ডি প্রাথমিক বিদ্যালয় হরিশচক  হরিশ্চক কে. এইচ. ডি. প্রাথমিক বিদ্যালয়
    ২১৪ সাবলসিংহপুর হরিশচক কোলে পাড়া হরিশচক পার হরিশ্চক  প্রাথমিক বিদ্যালয়
    ২১৫ সাবলসিংহপুর হরিশচক মহাজন পাড়া হরিশচক  হরিশ্চক মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়
    ২১৬ সাবলসিংহপুর হরিশচক পশ্চিম হরিশচক  হরিশ্চক রামকৃষ্ণ  প্রাথমিক বিদ্যালয়
    ২১৭ সাবলসিংহপুর হরিশচক পশ্চিম জানা পাড়া হরিশচক  সাবলসিংহপুর নজরুল প্রাথমিক বিদ্যালয়
    ২১৮ সাবলসিংহপুর হরিশচক পশ্চিম হাজরা পাড়া হরিশচক  সাবলসিংহপুর প্রাথমিক বিদ্যালয়
    ২১৯ সাবলসিংহপুর হরিশচক পশ্চিম উত্তর হরিশচক  হরিশ্চক পশ্চিম  প্রাথমিক বিদ্যালয়
    ২২০ সাবলসিংহপুর হরিশচক পূর্ব রামকৃষ্ণ হরিশচক  হরিশ্চক গ্রাম হিতৈষী  প্রাথমিক বিদ্যালয়
    ২২১ সাবলসিংহপুর হরিশচক উত্তর পূর্ব হরিশচক  হরিশ্চক বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়
    ২২২ সাবলসিংহপুর হরিশচক বোধক পাড়া হরিশচক সাবলসিংহপুর উচ্চ মাদ্রাসা প্রাথমিক
    ২২৩ সাবলসিংহপুর হরিশচক বার পাড়া হরিশচক সাবলসিংহপুর এস প্রাথমিক বিদ্যালয়
    ২২৪ সাবলসিংহপুর হাজি মহম্মদ মহসিন সাবলসিংহপুর সাবলসিংহপুর এম এ প্রাথমিক বিদ্যালয়
    ২২৫ সাবলসিংহপুর কবিরাজচক উত্তর হরিশচক সাবলসিংহপুর সুকান্ত  প্রাথমিক বিদ্যালয়
    ২২৬ সাবলসিংহপুর পার হরিশচক হরিশচক  হরিশ্চক কে. এইচ. ডি. প্রাথমিক বিদ্যালয়
    ২২৭ সাবলসিংহপুর সাবলসিংহপুর পশ্চিম পাড়া সাবলসিংহপুর হরিশ্চক উচ্চ বিদ্যালয়
    ২২৮ সাবলসিংহপুর সাবলসিংহপুর সাংখি পাড়া সাবলসিংহপুর সাবলসিংহপুর উচ্চ মাদ্রাসা প্রাথমিক
    ২২৯ সাবলসিংহপুর সাবলসিংহপুর কালিতলা সাবলসিংহপুর  
    ২৩০ সাবলসিংহপুর সাবলসিংহপুর মাদার টেরিজা সাবলসিংহপুর  
    ২৩১ সাবলসিংহপুর সাবলসিংহপুর রামমোহন সাবলসিংহপুর  
    ২৩২ সাবলসিংহপুর সাবলসিংহপুর উত্তর হরিশচক  
    ২৩৩ সাবলসিংহপুর সাবলসিংহপুর  উত্তর পাড়া সাবলসিংহপুর  
    ২৩৪ সাবলসিংহপুর সাবলসিংহপুর  উত্তর পাড়া সাবলসিংহপুর  
    ২৩৫ সাবলসিংহপুর সাবলসিংহপুর দক্ষিন পাড়া সাবলসিংহপুর  
    ২৩৬ সাবলসিংহপুর সাবলসিংহপুর পশ্চিম পাড়া সাবলসিংহপুর  
    ক্রমিক নং গ্রাম পঞ্চায়েতের  নাম রেশন ডিলারের নাম ঠিকানা
    জগৎপুর দীপক কুমার কর (১৩৩৮০৪০০০১১) জগৎপুর, খানাকুল-২, হুগলী
    জগৎপুর শ্রী বিভাকর দুয়ারী (ডব্লউ বি ০৩৩৮৯৯০৩৩৪) বারনন্দনপুর, খানাকুল-২, হুগলী
    জগৎপুর পাতকীরঞ্জন ঘোষ ( ১৩৩৮০১৪০০০০৭) নন্দনপুর,  খানাকুল-২, হুগলী
    জগৎপুর প্রশান্ত কুমার বাগ (১৩৩৮০১৪০০০০৮) নন্দনপুর,  খানাকুল-২, হুগলী
    জগৎপুর শম্ভূনাথ মান্না ( ১৩৩৮০১৪০০০০৯) নন্দনপুর,  খানাকুল-২, হুগলী
    জগৎপুর সনৎ কুমার কর (১৩৩৮০১৪০০০১০) জগৎপুর, খানাকুল-২, হুগলী
    পলাশপাই-১ নমিতা মল্লিক (১৩৩৮০১৪০০০৭৬) পলাশপাই, খানাকুল-২, হুগলী
    পলাশপাই-১ বিশ্বরুপ অধিকারী (১৩৩৮০১৪০০০৭৯) মোস্তাফাপুর,  খানাকুল-২, হুগলী
    পলাশপাই-১ আনন্দ কুমার সানা (১৩৩৮০১৪০০০৮০) মোস্তাফাপুর,  খানাকুল-২, হুগলী
    ১০ পলাশপাই-১ মহিরাম বেগম (১৩৩৮০১৪০০০৮২) চাঁপানগরী ,  খানাকুল-২, হুগলী
    ১১ পলাশপাই-২ অষ্টাপদ জানা (১৩৩৮০১৪০০০৭৭) নরেন্দ্রপুর,  খানাকুল-২, হুগলী
    ১২ পলাশপাই-২ অর্নব দোলুই (১৩৩৮০১৪০০০৭৮) হায়াৎপুর,  খানাকুল-২, হুগলী
    ১৩ পলাশপাই-২ অশোক কুমার মন্ডল (১৩৩৮০১৪০০০৮১) হায়াৎপুর,  খানাকুল-২, হুগলী
    ১৪ মাড়োখানা মদন চন্দ্র সামন্ত (১৩৩৮০১৪০০০১২) মাড়োখানা,  খানাকুল-২, হুগলী
    ১৫ মাড়োখানা মানস হাজরা (১৩৩৮০১৪০০০১৩) হানুয়া,  খানাকুল-২, হুগলী
    ১৬ মাড়োখানা তপন কুমার সাঁতরা (১৩৩৮০১৪০০০১৪) চাঁদকুন্ডূ,  খানাকুল-২, হুগলী
    ১৭ মাড়োখানা সুদর্শন আদক (১৩৩৮০১৪০০০১৫) মাড়োখানা,  খানাকুল-২, হুগলী
    ১৮ মাড়োখানা বৃন্দাবন মাইতি (১৩৩৮০১৪০০০১৬) সুন্দরপুর, খানাকুল-২, হুগলী
    ১৯ মাড়োখানা বিনয় জেলে (১৩৩৮০১৪০০০১৭) শশাপতা,  খানাকুল-২, হুগলী
    ২০ মাড়োখানা প্রভাশ চন্দ্র বেরা (১৩৩৮০১৪০০০১৮) বনহিজলী,  খানাকুল-২, হুগলী
    ২১ চিংড়া মন্টূ কুমার গোলুই (১৩৩৮০১৪০০০২৪) বলাইচক,  খানাকুল-২, হুগলী
    ২২ চিংড়া সুনীল কুমার মন্ডল (১৩৩৮০১৪০০০২৮) বলাইচক,  খানাকুল-২, হুগলী
    ২৩ চিংড়া মহিৎ কুমার নাগা ট্যাগ অ্যাকাউন্ট অফ পঞ্চানন রায় ( ডব্লূ বি ০৩৩৮৯৯০৩৮০) রঞ্জীতবাটি ,  খানাকুল-২, হুগলী
    ২৪ চিংড়া মহিত কুমার নাগা (১৩৩৮০১৪০০০২৭) কেটেডল,  খানাকুল-২, হুগলী
    ২৫ চিংড়া বলাই চন্দ্র মাইতি (১৩৩৮০১৪০০০২৬) চিংরা,  খানাকুল-২, হুগলী
    ২৬ ধান্যঘোড়ী রতন চন্দ্র গুছাইত টাগ অ্যাকাউন্ট অফ তারকেশ্বর সামন্ত (১৩৩৮০১৪০০০০০১) কাকনান,  খানাকুল-২, হুগলী
    ২৭ ধান্যঘোড়ী রতন চন্দ্র গুছাইত  (১৩৩৮০১৪০০০০০২) ধান্যঘোরী,  খানাকুল-২, হুগলী
    ২৮ ধান্যঘোড়ী অভিজিত মাইতি (১৩৩৮০১৪০০০০০৩) ঘোরাদহ ,  খানাকুল-২, হুগলী
    ২৯ ধান্যঘোড়ী শ্রীমতি রৃনা সামন্ত (ডব্ল বি ০৩৩৮৯৯০৩৩৫) ধান্যঘোরী,  খানাকুল-২, হুগলী
    ৩০ ধান্যঘোড়ী সমীর কুমার সাঙ্কী (১৩৩৮০১৪০০০০০৪) ধান্যঘোরী,  খানাকুল-২, হুগলী
    ৩১ সাবলসিংহপুর মানোয়ারা হুসেন ট্যাগ অ্যাকাউন্ট অফ নাজিয়া বেগম জাহানারা খাতুন (১৩৩৮০১৪০০০২৩) সাবলসিংহপুর,  খানাকুল-২, হুগলী
    ৩২ সাবলসিংহপুর মানোয়ারা হুসেন (১৩৩৮০১৪০০০১৯) সাবলসিংহপুর,  খানাকুল-২, হুগলী
    ৩৩ সাবলসিংহপুর বাসিরুল আলম (১৩৩৮০১৪০০০২০) সাবলসিংহপুর,  খানাকুল-২, হুগলী
    ৩৪ সাবলসিংহপুর রাজীব মন্ডল (১৩৩৮০১৪০০০২২০ হরিশ্চক, খানাকুল-২, হুগলী
    ৩৫ সাবলসিংহপুর হরিশ্চক পল্লীমংগল এস. কে. ইউ. এস লি.মি (১৩৩৮০১৪০০০২১) হরিশ্চক, খানাকুল-২, হুগলী
    ৩৬ নতিবপুর-১ কার্ত্তিক মন্ডল ( ডব্ল. বি. ০৩৩৮৯৯০৩৫৯) গণেশপুর, রাউৎখানা,  খানাকুল-২, হুগলী
    ৩৭ নতিবপুর-১ অসিত বরণ সিংহ রায় জয়ন্ত সিংহ রায় (১৩৩৮০১৪০০০৭২) রাউৎখানা,  খানাকুল-২, হুগলী
    ৩৮ নতিবপুর-২ স্বপন কুমার চৌধুরী (১৩৩৮০১৪০০০৭৩) নতীবপুর,  খানাকুল-২, হুগলী
    ৩৯ নতিবপুর-২ তাপস অধিকারী (১৩৩৮০১৪০০০৭৪) বলপাই,  খানাকুল-২, হুগলী
    ৪০ নতিবপুর-২ শ্যামল কুমার সামন্ত (ডব্ল বি ০০৩৩৮৯৯০৮৪) দৌলতচক,  খানাকুল-২, হুগলী
    ৪১ নতিবপুর-২ রবীন্দ্রনাথ সামন্ত (১৩৩৮০১৪০০০৭১) নতীবপুর,  খানাকুল-২, হুগলী
    ৪২ রাজহাটী-১ সেখ আব্দুল ওয়াহেড (১৩৩৮০১৪০০০৩৩) হায়াৎপুর,  খানাকুল-২, হুগলী
    ৪৩ রাজহাটী-১ মুন্সী মাজারুল হক (১৩৩৮০১৪০০০৩৫) রামচন্দ্রপুর,  খানাকুল-২, হুগলী
    ৪৪ রাজহাটী-১ মুন্সী নজবূল করীম (১৩৩৮০১৪০০০৩৬) খানতারা,  খানাকুল-২, হুগলী
    ৪৫ রাজহাটী-১ গৌতম অধীকারী (১৩৩৮০১৪০০০৩২) কুমারহাট,  খানাকুল-২, হুগলী
    ৪৬ রাজহাটী-২ স্বপন কুমার পাল (১৩৩৮০১৪০০০৩৪) রাজহাটী,  খানাকুল-২, হুগলী
    ৪৭ রাজহাটী-২ নব কুমার রোম (১৩৩৮০১৪০০০২৯) রাজহাটী,  খানাকুল-২, হুগলী
    ৪৮ রাজহাটী-২ অমিও কুমার মিত্র (ডব্ল বি ০০৩৩৮৯৯০৮৩) রাজহাটী,  খানাকুল-২, হুগলী
    ৪৯ রাজহাটী-২ সন্দীপ সামন্ত (১৩৩৮০১৪০০০৩১) মধ্যারংগ ,  খানাকুল-২, হুগলী